ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

সাতকানিয়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে এলডিপির কর্মী আহত

হাজেরা শিউলি, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১০

চট্টগ্রাম : চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার রামপুর পৌর এলাকায় জামায়াত-শিবির ও এলডিপির (লিবারেল ডেমোক্রেটিক পার্টি) কর্মীদের মধ্যে সংঘর্ষে আবু তৈয়ব নামে এক এলডিপি কর্মী আহত হয়েছেন।
 
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ বাংলানিউজকে বলেন, ‘এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মঙ্গলবার  রাত ৯টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এ সময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে আবু তৈয়ব নামে নামে এক ব্যক্তি  আহত হয়। তাকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আবু তৈয়ব এলডিপির কর্মী বলে জানা গেছে। ’

এলাকাবাসী জানান, অনির্বান নামে জামায়াত-শিবির প্রতিষ্ঠিত একটি কাব ঘরের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে এ সংঘর্ষের সুত্রপাত হয়। বর্তমানে কাব ঘরটি এলডিপির দখলে আছে।
 
পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

বাংলাদেশ সময় : ২৩৫৯ ঘণ্টা, সেপ্টেস্বর ১৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।