ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গাজীপুরে অর্ধশতাধিক শ্রমিকের বিরুদ্ধে মামলা

আবুল হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১০

গাজীপুর : গাজীপুরের একটি তোয়ালে কারখানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় সোমবার রাতে অর্ধশতাধিক শ্রমিকের বিরুদ্ধে মামলা হয়েছে। কারখানার হিসাবরক বাদশা মিয়া ২৬ শ্রমিকের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২৫-৩০ শ্রমিকের বিরুদ্ধে ১৪৩, ৪৪৮, ৩৪২, ৪২৭, ৩৮০ ও ৫০৭ ধারায় কালিয়াকৈর থানায় মামলা দায়ের করেছেন।



মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার চন্দ্রা (পল্লীবিদ্যুৎ) এলাকার অ্যাপেক্স টেরি টাওয়াল লিমিটেড নামের একটি কারখানার ৪ শতাধিক শ্রমিক বেতন-বোনাসের দাবিতে ৯ সেপ্টেম্বর দুপুরে কারখানায় হামলা চালিয়ে সুইং মেশিন, উইভিং মেশিন, কম্পিউটার, এসিসহ প্রায় ২৫ লাখ টাকার মালামাল ভাঙচুর, প্রয়োজনীয় কাগজ-পত্র তছনছ এবং অফিস ক থেকে ১ লাখ ৭৭ হাজার ২ শত টাকা লুট করে।
 
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন মামলার সত্যতা স্বীকার করেছেন।

বাংলাদেশ সময় : ২০৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪,২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।