ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

পদ্মায় যাত্রীসহ ট্টলার নিখোঁজ হওয়ার ৬ ঘণ্টাপর উদ্ধার

আশরাফুল আলম লিটন, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১০

মানিকগঞ্জ: দৌলতদিয়া থেকে পাটুরিয়া ঘাটে আসার পথে পদ্মা নদীতে ইঞ্চিন চালিত ট্রলার বিকল হয়ে নিখোঁজ হওয়ার ছয় ঘণ্টা পর ট্রলারসহ ঈদ ফেরত শতাধিক যাত্রী।  

জানা যায়, মঙ্গলবার দুপুর একটার দিকে দৌলতদিয়া থেকে পাটুরিয়া ঘাটে আসার পথে ট্টলারটি বিকল হয়।

এসময় আস্তে আস্তে ট্টলারটি মাঝ নদী ধরে ভাটির দিকে চলতে থাকে।   ট্টলারের কয়েকজন যাত্রী তাদের আত্বীয়-স্বজনকে মোবাইল ফোনে ঘটনাটি জানালে তারা  মানিকগঞ্জের পুলিশ সুপার মো:মাসুদ করিমকে বিষয়টি জানান। পুলিশ সুপার শিবালয় ও  হরিরামপুর থানা পুলিশকে ব্যবস্থা নিতে নির্দেশ দেন। এর পর পদ্মা নদীর প্রায় ১০ কিলোমিটার ভাটিতে হরিরামপুর উপজেলার কোদালিয়া এলাকায় ট্রলারের সন্ধান পায় পুলিশ।

উদ্ধার হওয়া এক যাত্রীর উদ্ধৃতি দিয়ে এক পুলিশ সদস্য বাংলানিউজকে জানায়, ট্রলারে প্রায় শিশু মহিলাসহ ১২০ জন যাত্রী ছিল। দুপুরে দিকে ট্রলার পাটুরিয়া ঘাটের কাছাকাছি আসার পর ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে যায়। পরে ট্রলারটি  ভাটির দিকে যেতে থাকে। সন্ধ্যার দিকে পুলিশ লঞ্চ নিয়ে যাত্রীদের উদ্ধার করে। রাত ৭ টার দিকে যাত্রীদের পাটুরিয়া আনা হয়।

হরিরামপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) শওকত আলী বাংলানিউজকে জানান, ট্টলারটি মাঝ নদী দিয়ে ভাটির দিকে যাচ্ছিল। একপর্যায়ে লঞ্চ ও ট্টলারে তাদের উদ্ধার করে পাটুরিয়া ও হরিরামপুর ঘাটে ফিরিয়ে আনা হয়। আতংকিত যাত্রীদের বেশির ভাগই এসময় ক্রন্দনরত ও বিমর্ষ ছিল।

বাংলাদেশ সময়: ২১৫৫ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।