ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

মুন্সীগঞ্জের গজারিয়ায় নৌকা বাইচ পণ্ড

ফারহানা মির্জা, মুন্সীগঞ্জ প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১০

মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের জারিয়া উপজেলার মেঘনা নদীতে মঙ্গলবার আয়োজিত নৌকা-বাইচ প্রতিযোগিতা পণ্ড হয়ে গেছে। প্রতিযোগিতা দেখতে আসা হাজার-হাজার দর্শক ও অতিথিরা নিরাশ হয়ে ফিরে গেছেন।



প্রতিযোগীতায় স্থানীয় সাংসদ এম ইদ্রিস আলী প্রধান অতিথি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

আয়োজক গজারিয়া উপজেলার গোয়াগাছিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দাইয়োম খান অভিযোগ করে বলেন, ‘বিভিন্ন জেলা থেকে প্রতিযোগিতায় অংশ নিতে আসা নৌকাগুলোকে সন্ত্রাসীরা অস্ত্রের মুখে ভয় দেখিয়ে ফেরত পাঠিয়েছে। ’

সাংসদ ইদ্রিস আলী বলেন, ‘নৌকার সংখ্যা কম থাকার কারণে প্রতিযোগিতা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। তবে খুব শিগগিরই নতুন তারিখ ঘোষণা করা হবে। ’

এদিকে গজারিয়া থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. আরজু বলেন, ‘সন্ত্রাসী কোনো ঘটনার অভিযোগ পাওয়া যায়নি। প্রচার কম হওয়ায় প্রতিযোগিতা চালানোর মত নৌকা না পাওয়ায় তা স্থগিত করা হয়েছে। ’


বাংলাদেশ সময় : ২০২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।