ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

প্রথমবারের মতো কাল চট্টগ্রামে উদযাপিত হচ্ছে আয়কর দিবস

হাজেরা শিউলি, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১০

চট্টগ্রাম : প্রথমবারের মতো ১৫ সেপ্টেম্বর চট্টগ্রামে জাতীয় আয়কর দিবস উদযাপন করা হচ্ছে। এ উপলক্ষ্যে র‌্যালি, আলোচনাসভা এবং করদাতাদের সম্মাননা দেওয়াসহ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে চট্টগ্রাম আয়কর বিভাগ।



চট্টগ্রাম কর অঞ্চল-১ এর কমিশনার রমেন্দ্র চন্দ্র বসাক বাংলানিউজকে বলেন, ‘ঢাকায় প্রতিবছর জাতীয়ভাবে আয়কর দিবস উদযাপন করা হলেও এবারই প্রথম চট্টগ্রামের পাশাপাশি অন্যান্য বিভাগীয় শহরে আয়কর দিবস উদযাপন করা হচ্ছে। এ উপলক্ষ্যে সকাল ৮টায় বর্ণাঢ্য র‌্যালি বের করা হবে। এছাড়া সর্বোচ্চ ও দীর্ঘমেয়াদী করদাতাদের সম্মানা দেওয়া হবে। প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

চট্টগ্রাম আয়কর বিভাগ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম সিটিকর্পোরেশন এলাকায়  দু’জন সর্বোচ্চ এবং তিন জন দীর্ঘমেয়াদী করদাতাকে এবার সম্মাননা দেওয়া হচ্ছে।


বাংলাদেশ সময় : ১৯৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।