ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বড়পুকুরিয়া কয়লাখনির অনিয়মিত কর্মচারীদের বিক্ষোভ

সানি সরকার, দিনাজপুর প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১০

দিনাজপুর : স্থায়ী নিয়োগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন দিনাজপুর বড়পুকুরিয়া কয়লাখনির অনিয়মিত (ক্যাজুয়াল্) কর্মচারীরা। একই সঙ্গে কয়লাখনিতে সদ্য নিয়াগপ্রাপ্ত ৮ কর্মকর্তা ও ১২ কর্মচারীকে তারা যোগদান করতে দেবেন না বলে ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার দুপুরে বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে অনিয়মিত কর্মচারী-নেতারা এ ঘোষণা দেন।

বিক্ষোভ মিছিলটি খনির প্রশাসনিক ভবন প্রদক্ষিণ করে শ্রমিক কর্মচারী ইউনিয়ন কার্যালয়ে এসে শেষ হয়। মিছিল শেষে বক্তব্য রাখেন কর্মচারীদের নেতা মোঃ বেলাল হোসেন, মো. আব্দুর রহিম, মো. গোলাম  রব্বানী ও মো. মুকুল।

বেলাল হোসেন বলেন, ‘বড়পুকুরিয়া কয়লাখনির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী কামরুজ্জামান ও নিয়োগ কমিটি ১৪০ জন অনিয়মিত কর্মচারীকে নিয়োগ না দিয়ে প্রতারণা করছেন। এছাড়া ভূমি প্রতিমন্ত্রী আমাদের চাকরি স্থায়ী করার আশ্বাস দিলেও কবে দেবেন তা পরিষ্কার করে বলেননি। ’

তিনি আরও বলেন, ‘খনিতে নতুন নিয়োগপ্রাপ্ত কোনো কর্মকর্তা-কর্মচারীকে কাজে যোগদান করতে দেওয়া হবে না। আমাদের স্থায়ী নিয়োগ না দেওয়া হলে আগামীতে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। ’

প্রশাসনিক কর্মকর্তা মো. জলিল কর্মকর্তা-কর্মচারী নিয়োগের বিষয়ে মোবাইল ফোনে বলেন, প্রথম শ্রেণীর ৮ কর্মকর্তাকে এরই মধ্যে নিয়োগ দেওয়া হয়েছে। তারা ১৬ সেপ্টেম্বর কাজে যোগদান করবেন। এছাড়া আরও ১২ কর্মচারীকে নিয়োগ দেওয়া হয়েছে। তারা ১৮ সেপ্টেম্বর কাজে যোগদান করবেন। ’

কয়লা খনিতে অনিয়মিত কর্মচারীদের বিক্ষোভ মিছিল ও নিয়োগের ব্যাপারে প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. কামরুজ্জামানের সঙ্গে মোবাইলে কথা বলার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।


বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।