ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ সামরিক মহড়া ১৯ সেপ্টেম্বর শুরু

বাংলানিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১০

ঢাকা: সাত দিনব্যাপী বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ সামরিক মহড়া টাইগার সার্ক-৪ ১৯ সেপ্টেম্বর শুরু হয়ে শেষ হবে ২৬ সেপ্টেম্বর।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক কমান্ডার এম রেজা শাহ পাহলভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহড়ায় মার্কিন বাহিনীর সঙ্গে বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনী এবং সীমিত আকারে অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনী অংশ নেব।

এর মধ্যে রয়েছে কোস্টগার্ড, বর্ডার গার্ড অব বাংলাদেশ ও বাংলাদেশ পুলিশ।

বাংলাদেশ পক্ষে  প্রায় ৫০০ সদস্য, কয়েকটি হেলিকপ্টার ও নৌজাহাজ এবং মার্কিন বাহিনীর পক্ষে প্রায় ৩৫০ জন সদস্য, কয়েকটি  বিমান, হেলিকপ্টার ও নৌজাহাজ অংশ নেবে।

মহড়ায় বাংলাদেশ পক্ষে নেতৃত্ব দেবেন একজন কমোডর পদবীর কর্মকর্তা। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দেবেন একজন রিয়ার এডমিরাল পদবীর কর্মকর্তা।

এ মহড়া প্রধানত চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে অনুষ্ঠিত হবে।

প্রায় দু’দশক ধরে এ ধরণের রুটিন মহড়ায় অংশ নিচ্ছে দু’দেশের সামরিক বাহিনী।

এর আগে ২০০৯-১০ সালে টাইগার সার্ক-১, ২ ও ৩ নামে যৌথ মহড়ায় অংশ নেয় দু’ দেশের সামরিক বাহিনী।

বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ