ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পরীক্ষা ছাড়া মাংস বিক্রি, গাজীপুরে ৫ কসাই আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১০

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর বাজারে মঙ্গলবার সকালে পরীক্ষা ছাড়া মাংস বিক্রি করায় পাঁচ কসাইকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় জবাই করা ছয়টি গরু ও ছয়টি খাসি ও একটি ভেড়ার মাংস জব্দ করেছে ভ্রাম্যমান আদালত।

আটককৃতরা হলেন মোহাম্মদ আলী, কোহিনুর ইসলাম, রনি, জাহাঙ্গীর আলম ও নজরুল ইসলাম।
 
কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল আলম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মেজবাহ উদ্দিন খন্দকার নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মেজবাহ উদ্দিন খন্দকার বাংলানিউজকে জানান, গোপনে খবর পেয়ে কালিয়াকৈর মাংসবাজারে অভিযান চালানো হয়। সেখানে পরীক্ষা ছাড়াই রোগাক্রান্ত পশু জবাই করা হয়। ছয়টি গরু, ছয়টি খাসি ও একটি ভেড়ার  মাংস জব্দ করে ওষুধ মিশিয়ে তা পুঁতে ফেলা হয়।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।