ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কুড়িগ্রামে বজ্রপাতে নিহত ১ আহত ৩

ফজলে ইলাহী স্বপন, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১০

কুড়িগ্রাম: কুড়িগ্রামের উলিপুর উপজেলায় মঙ্গলবার দুপুর দেড়টার দিকে বজ্রপাতে সোহেল রানা (৩০) নামে এক ব্যাক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় তার পবিবারের আরও তিন সদস্য লাভলু (১৫), সুমন (২০) ও রানী (১৪) আহত হয়।



স্থানীয় সূত্রে জানা যায়, উলিপুর পৌর এলাকার আব্দুল হাকিম মৌজার যাদু পোদ্দার গ্রামের নিজ বাড়ীর পুকুর পাড়ে সোহেল রানা তার পরিবারের কয়েক সদস্যের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন। এ সময় আকস্মিক বজ্রপাতে তার মর্মান্তিক মৃত্যু হয়। আহত হয় তার পরিবারের তিন সদস্য।

আহতদের উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

পারিবারিক সূত্র জানায়, নিহত সোহেল রানা ছিলেন রংপুর মৎস্য অধিদপ্তরের অধীন পীরগাছা উপজেলার ফিল্ড অ্যাসিসট্যান্ট হিসেবে কর্মরত ছিলেন। ঈদের ছুটিতে বাড়ী এসে তিনি এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।