ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বগুড়ায় মাইক্রোবাস চাপায় সেনা সদস্য নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২০
বগুড়ায় মাইক্রোবাস চাপায় সেনা সদস্য নিহত মো. মামুনুর রশিদ

বগুড়া: বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় মাইক্রোবাস চাপায় মামুনুর রশিদ (৪৫) নামে এক সেনা সদস্য নিহত হয়েছেন।

শনিবার (০৫ ডিসেম্বর) সকালে উপজেলার সিও অফিস বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মামুনুর রশিদ নওগাঁ জেলার বদলগাছী উপজেলার আরজি পাঁচঘরিয়া গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে। তিনি বগুড়ার মাঝিড়া সেনানিবাসে করপোরাল হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মো. মামুনুর রশিদ নওগাঁর বাড়ি থেকে মোটরসাইকেলে করে কর্মস্থল মাঝিড়া সেনানিবাসে যাচ্ছিলেন। পথে দুপচাঁচিয়া বাসস্ট্যান্ডে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা তার মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠায়।

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আলী বাংলানিউজকে জানান, এ ঘটনায় ঘাতক মাইক্রোবাসটি জব্দসহ চালককে আটকের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০২০
কেইউএ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।