ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নারীর প্রতি সহিংসতা-ধর্ষণ প্রতিরোধে নোয়াখালীতে গণসমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৭ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২০
নারীর প্রতি সহিংসতা-ধর্ষণ প্রতিরোধে নোয়াখালীতে গণসমাবেশ গণসমাবেশ। ছবি: বাংলানিউজ

নোয়াখালী: নোয়াখালী জেলায় সাম্প্রতিক সময়ে নারীর প্রতি যৌন সহিংসতা ও ধর্ষণের ঘটনায় ক্ষুব্ধ জেলাবাসী এক প্রতিবাদী গণসমাবেশে মিলিত হয়েছে।

শনিবার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে একলাশপুরে সংঘটিত যৌন নিপীড়ন ও ধষর্ণের ঘটনাকে কেন্দ্র করে জেলার সক্রিয় নারী অধিকার কর্মী ও নাগরিক সংগঠনগুলোর যৌথ উদ্যোগে শুরু হয় ‘নারী নির্যাতন ও ধর্ষণ প্রতিরোধে জেগে ওঠো বাংলাদেশ’ শীর্ষক গণসমাবেশ।

জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে সমাবেশের দিনব্যাপী অনুষ্ঠানমালায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত সাত শতাধিক নারী পুরুষ অংশগ্রহণ করেন।

গণসমাবেশ উদ্বোধন করেন জেলা প্রশাসক জনাব মোহাম্মদ খোরশেদ আলম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার জনাব আলমগীর হোসেন।  

উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক নারী নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে শুন্য সহনশীলতা দেখানোর অঙ্গীকার ব্যক্ত করেন এবং গ্রাম থেকে শুরু করে জেলা পর্যায়ে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে নারী 
নির্যাতনের বিরুদ্ধে একযোগে কাজ করার আহ্বান জানান।  

উদ্বোধনী অধিবেশনে বক্তব্য দেন- সম্মেলনের যুগ্ম আহ্বায়ক মানবাধিকার কর্মী আবদুল আউয়াল, মোল্লা হাবিবুর রাসুল মামুন ও লায়লা পারভীন। গণ-সমাবেশে জেলার ও ঢাকা থেকে আগত সংগ্রামী নারী নেতারা জেলায় জেন্ডার ভিত্তিক সহিংসতার ক্রমাগত বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করেন এবং ক্রমবর্ধমান নারী নির্যাতন, ধর্ষণ ও সহিংসতার বিরুদ্ধে সংঘবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।  

একলাশপুরের সংঘবদ্ধ অপরাধী চক্রের বিরুদ্ধে ও জেলার বিভিন্ন স্থানে নারী নির্যাতনে সংঘবদ্ধ অপরাধী চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান বক্তারা।  

সমাবেশে আরো বক্তব্য দেন- বিশিষ্ট নারী নেত্রী রেহনুমা আহমেদ, সায়দিয়া গুলরুখ, জান্নাতুল মাওয়া, বিথী ঘোষ, নাসিমা মুন্নী, উম্মে কুলসুম।

দিনব্যাপী সমাবেশে উদীচী শিল্পীগোষ্ঠী নারী জাগরণী সঙ্গীত পরিবেশন করেন।
 
এছাড়া খালি হাতে আত্মরক্ষায় কারাতে প্রদর্শনী, আলোকচিত্র প্রদর্শনী, নারী অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের নানান অভিজ্ঞতা বিনিময় হয়।

বাংলাদেশ সময়: ১৩৩৪ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।