ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রায়গঞ্জে বাস খাদে পড়ে বৃদ্ধা নিহত, আহত ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০০ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২০
রায়গঞ্জে বাস খাদে পড়ে বৃদ্ধা নিহত, আহত ১০ প্রতীকী ছবি

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের রায়গঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে রাবেয়া খাতুন (৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ বাস যাত্রী।

 

শনিবার (৫ ডিসেম্বর) সকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে রায়গঞ্জ উপজেলার নলকা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাবেয়া খাতুন (৭০) কামারখন্দ উপজেলার ধামকৈল গ্রামের মৃত সেকেন্দার আলীর স্ত্রী।

আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, সকালে সিরাজগঞ্জ থেকে এইচ কে এন্টারপ্রাইজের যাত্রীবাহী একটি বাস হাটিকুমরুল গোল চত্বরের দিকে যাচ্ছিলো। বাসটি বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের নলকা সেতু এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এসময় বাসটি উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ দুর্ঘটনায় বৃদ্ধা রাবেয়া খাতুন মারা যান এবং আহত হন আরও ১০ বাস যাত্রী। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা হতাহতদের উদ্ধার করে।  

বাংলাদেশ সময়: ১১৫৮ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।