ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

লালন শাহ মাজার পরিদর্শন করলেন বিক্রম দোরাইস্বামী

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৮ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২০
লালন শাহ মাজার পরিদর্শন করলেন বিক্রম দোরাইস্বামী

ঢাকা: কুষ্টিয়ায় লালন শাহ মাজারে শ্রদ্ধা জানালেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।

শুক্রবার (৪ ডিসেম্বর) তিনি সেখানে শ্রদ্ধা নিবেদন করেন।

ভারতীয় হাইকমিশন জানায়, ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী কুষ্টিয়ায় লালন শাহ মাজারে শ্রদ্ধা জানান। কিংবদন্তি লালন ফকিরের মাজার ও সঙ্গীত অসংখ্য বাউলকে অনুপ্রেরণা যোগায় এবং যারা বাংলাদেশের অসাম্প্রদায়িক চেতনাকে উপস্থাপন করে।

এ সময় বিক্রম দোরাইস্বামী লালনের মাজার ঘুরে দেখেন। তিনি বাউল সঙ্গীত শোনেন। সেখানে একটি স্বয়ংক্রিয় হ্যান্ড স্যানিটাইজার মেশিন ইনস্টল করা হয়।

বাংলাদেশ সময়: ০২৩৫ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০২০
টিআর/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ