ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

অবৈধ পথে ভারতে যাওয়ার সময় ভোমরা সীমান্ত থেকে ৪ শিশুসহ আটক ১১

মোস্তাফিজুর রহমান উজ্জল, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১০

সাতক্ষীরা: অবৈধ পথে ভারতে যাবার পথে মঙ্গলবার ভোর ৫ টার দিকে সাতীরার ভোমরা সীমান্তের দাঁতভাঙ্গা বিল এলাকা থেকে থেকে ১১ জন নারী, পুরুষ ও শিশুকে আটক করেছে বিডিআর। এ সময় দালালচক্র পালিয়ে যায়।



সাতক্ষীরা ৪১ সদর রাইফেল্স ব্যাটালিয়নের অধীন বিডিআরের ভোমরা কোম্পানি কমান্ডার সুবেদার কুদ্দুস বাংলানিউজকে জানান, আটক পারভিন আক্তার, রোকেয়া বেগম, শাহনাজ বেগম, হাসান আলি, ইলিয়াস হোসেন, মিকাইল হোসেন, জাহিদ হাসান এবং ৪ শিশু রিনা আক্তার, আল আমিন, ডলি খাতুন ও মরিয়ম বেগম আত্নীয়-স্বজনদের বাড়িতে বেড়ানোসহ বিভিন্ন কাজের সূত্রে অবৈধ পথে ভারতে যাওয়ার চেষ্টা করছিল।

বিকেলে তাদেরকে সাতীরা সদর থানায় সোপর্দ করা হয়। এ ব্যাপারে বিডিআরের সদর থানায় একটি মামলা করেছে।

সদর থানা পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া ওই ১১ নারী-পুরুষ ও শিশুর বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ, যশোরের মনিরামপুর ও সাতীরার কালিগঞ্জের বিভিন্ন গ্রামে।

বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘন্টা, সেপ্টেম্বর ১৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।