ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজশাহীতে পরিচ্ছন্নতা কার্যক্রমে যুক্ত হলো ‘রোড সুইপার’

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৭ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২০
রাজশাহীতে পরিচ্ছন্নতা কার্যক্রমে যুক্ত হলো ‘রোড সুইপার’

রাজশাহী: রাজশাহী সিটি করপোরেশনের সড়ক পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে যুক্ত হলো একটি ‘রোড সুইপার’ গাড়ি। এতে নগর পরিচ্ছন্নতা কার্যক্রমে আরও এক ধাপ গতি বাড়লো।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) দুপুরে নগর ভবনের সামনের রাস্তায় রোড সুইপার চালিয়ে এর কার্যক্রমের উদ্বোধন করেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।  

এখন থেকে এই রোড সুইপারের মাধ্যমে দ্রুত সময়ে সড়ক পরিচ্ছন্ন করা যাবে।

রোড সুইপার উদ্বোধনকালে রাসিকের ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) রেয়াজাত হোসেন রিটু, পরিচ্ছন্ন কর্মকর্তা (মনিটরিং) সাজ্জাদ আলীসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০২০
এসএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।