ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

যশোরে ছিনতাই করে পালানোর সময় ৬জন আটক

তৌহিদ জামান, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১০

যশোর: যশোর রেলওয়ে স্টেশন এলাকা থেকে মঙ্গলবার বিকেলে ছিনতাই করে পালানোর সময় ৬ ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। এসময় ছিনতাই করা মোবাইল ফোনসেট ও টাকাও উদ্ধার করা হয়।

এ ব্যাপারে যশোর কোতোয়ালি মডেল থানায় দ্রুত বিচার আইনে মামলা হয়েছে।

যশোর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক(এসআই) মিজানুর রহমান বাংলানিউজকে জানান, খুলনার রূপসা কলেজের এইচএসসি পড়–য়া একদল শিক্ষার্থী ট্রেনযোগে বিনোদন কেন্দ্র জেস গার্ডেন দেখার জন্য যশোর শহরে আসে। শহরের দূর্গা হোটেলের সামনে তারা ছিনতাইকারীদের কবলে পড়ে। অস্ত্রের ভয় দেখিয়ে ৯ সদস্যের ছিনতাইকারী দল তাদের কাছ থেকে মোবাইলফোন সেট ও নগদ আড়াই হাজার টাকা নিয়ে চলে যায়।

পরে পুলিশ অভিযান চালিয়ে ৬ ছিনতাইকারীকে আটক করতে সমর্থ হয়। এরা হচ্ছে যশোর শহরের খড়কী এলাকার শাওন, আসাদুজ্জামান সোহাগ, রেলগেট এলাকার আব্দুর রহমান, আব্দুল গফফার, সার্কিট হাউজ পাড়ার কামরুল হাসান শুকুর ও ষষ্ঠীতলাপাড়ার তানভীর আহমেদ সোহাগ।

পরে এ ঘটনায় দ্রুত বিচার আইনে মামলা হয়েছে।

বাংলাদেশ সময়:১৭৫০ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।