ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শিশুদের আঁকা ছবি নিয়ে পাবনায় ২ দিনের প্রদর্শনী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৬ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২০
শিশুদের আঁকা ছবি নিয়ে পাবনায় ২ দিনের প্রদর্শনী শিশুদের আঁকা ছবি নিয়ে প্রদর্শনী

পাবনা: করেনাকালীন সময়ের শিশুদের ঘরে বসে আঁকা ছবি নিয়ে পাবনার চাটমোহরে শুরু হয়েছে দুই দিনের চিত্র প্রদর্শনী।

সোমবার (৩০ নভেম্বর) সকালে এই ব্যতিক্রমী আয়োজনের উদ্বোধন করেন পাবনার সহকারী পুলিশ সুপার (এএসপি) সজীব শাহরীন।

 

‘চিত্রগৃহ চাটমোহর’র উদ্যোগে করোনাকালীন ঘরে বসে শিক্ষার্থীদের আঁকা ছবি নিয়ে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা খন্দকার মাহবুবুর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সাংবাদিকরা।  

পরে অতিথিরা প্রদর্শনী ঘুরে ছবি দেখেন এবং শিক্ষার্থীদের আঁকা ছবি ও আয়োজনের প্রশংসা করেন।

উপজেলার শতাধিক শিক্ষার্থীর করোনাকালীন সময়ে আঁকা প্রায় ছয় শতাধিক ছবি স্থান পেয়েছে এই প্রর্দশনীতে। নিজেদের আঁকা ছবিতে বিভিন্ন মনীষী, করোনাকালীন পরিবেশ, ফুল, পাখিসহ বিভিন্ন বিষয় তুলে ধরেছে শিক্ষার্থীরা।  

সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জনসাধারণের জন্য প্রর্দশনী উন্মুক্ত থাকবে। মঙ্গলবার (০১ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে শেষ হবে এ চিত্র প্রর্দশনী।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।