ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিট বন্ধ

সানি সরকার, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১০

দিনাজপুর: যান্ত্রিক ত্র“টির কারণে বন্ধ হয়ে গেছে বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্রের দু’টি ইউনিট। ফলে এখান থেকে উৎপাদিত ১৪০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রীডে যোগ হচ্ছে না।



দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক ২৫০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটটিতে সোমবার যান্ত্রিক ত্র“টি দেখা দিলে কর্তৃপ তা বন্ধ করে দেয়। এর একঘণ্টা পর সকাল সাড়ে সাতটায় দ্বিতীয় ইউনিটটিকেও বন্ধ করে দেওয়া হয়। এতে ১৪০ মেগাওয়াট সম্পন্ন বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেছে।

এ ব্যাপারে বিদ্যুৎ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী বিশ্বনাথ হাওলাদার বাংলানিউজকে জানান, আগামী ৩-৪ দিনের মধ্যেই যান্ত্রিক ত্র“টি দূর করে বিদ্যুৎ উৎপাদন শুরু করা সম্ভব হবে। আর সম্পূর্ণ ত্র“টিমুক্ত করতে পারলে ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রীডে যোগ করা সম্ভব হবে।

বন্ধ হওয়ার আগে প্রথমটিতে ৮০ এবং দ্বিতীয়টিতে ৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতো।  

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।