ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কাপ্তাইয়ে মাস্ক না পরায় ১১ জনকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২০
কাপ্তাইয়ে মাস্ক না পরায় ১১ জনকে জরিমানা প্রতীকী ছবি

রাঙামাটি: গত কয়েকদিনে রাঙামাটির কাপ্তাই উপজেলায় করোনা রোগে আক্রান্তের হার বেড়ে গেছে। সর্বশেষ গত শুক্রবার ও শনিবার কাপ্তাইয়ের চন্দ্রঘোনা মিশন এলাকায় ৮ জনের করোনা পজিটিভ এসেছে বলে জানিয়েছেন কাপ্তাই উপজেলা স্বাস্থ্য বিভাগের করোনার ফোকাল পারসন ডা. ওমর ফারুক রনি।

 

এ অবস্থায় কাপ্তাই উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত প্রতিদিন উপজেলার জনবহুল স্থানে অভিযান পরিচালনা করছেন।  

রোববার (২৯ নভেম্বর) দুপুরে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মুনতাসির জাহান কাপ্তাই নতুনবাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় মাস্ক না পরায় ১৮৬০ সনের দণ্ডবিধির ২৬৯ ধারা মোতাবেক ১১ জনের বিরুদ্ধে ১১টি মামলা করেন এবং ১১ জনের প্রত্যেককে ১০০ টাকা করে সর্বমোট ১১০০  টাকা জরিমানা আদায় করেন।  

কাপ্তাই পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্য এবং নির্বাহী কর্মকর্তা দপ্তরের অফিস সুপার সিরাজুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন।

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ