ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বরিশালে প্রতিবন্ধী ও নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের সহায়তা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৬ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২০
বরিশালে প্রতিবন্ধী ও নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের সহায়তা

ব‌রিশাল: মেহেন্দিগঞ্জ উপজেলায় প্রতিবন্ধীদের হুইল চেয়ার ও নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দেওয়া হ‌য়ে‌ছে।

রোববার (২৯ ন‌ভেম্বর) দুপরে মেহেন্দীগঞ্জ উপজেলা প‌রিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের সহযোগিতায় এসব সহায়তা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী অফিসার পিজুস চন্দ্র দে।

অনুষ্ঠানে মেহেন্দীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম মাহফুজুল আলম লিটন, পৌর মেয়র মো. কামাল উদ্দিন খান, উপজেলা ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম ভুলু, রহমান বিনতে শফিকুল ইসলাম, জেলা প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাহমুদুল হাসানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মেহেন্দীগঞ্জ উপজেলার ৩৩ জন প্রতিবন্ধীদের মাঝ হুইল চেয়ার ও নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ১০টি পরিবারের মাঝে একলাখ টাকার আর্থিক অনুদানের চেক এবং চার জন ‘আমার বাড়ি আমার খামার’র সদস্যদের দুই লাখ টাকা বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২০
এমএস/এইচএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad