ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বাসাইলে ঝিনাই নদীর তাণ্ডবলীলায় ফসলী জমি ও বসতবাড়ি নদী গর্ভে

তপু আহম্মেদ, টাঙ্গাইল প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১০

টাঙ্গাইল : টাঙ্গাইলের বাসাইলে ঝিনাই নদীর ভাঙনে বিলীন হয়ে গেছে শত শত একর ফসলী জমি ও বসতবাড়ি। পথে বসেছে অসংখ্য মানুষ।

হুমকির মুখে পড়েছে ব্রিজ, বাজার, মসজিদ-মাদ্রাসা, বৈদ্যুতিক খুঁটি, প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন স্থাপনা।

উজান থেকে নেমে আসা ঢলে হঠাৎ করেই নদীতে পানি বেড়ে যাওয়ায় ভাঙনের তীব্রতা আরও বেড়ে গেছে।

স্থনীয় অধিবাসীরা জানান, সবচেয়ে হুমকির মুখে পড়েছে কাশিল বাজার সংলগ্ন ঝিনাই নদীর সেতু ও কেবিএন বহুমুখী উচ্চ বিদ্যালয়। এরই মধ্যে বিদ্যালয়ের চার ভাগের একভাগ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। সেতুর বিবিন্ন স্থানে দেখা দিয়েছে ফাটল।

ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে টাঙ্গাইল জেলা সাব-ডিভিশনাল ইঞ্জিনিয়ার (এসডিই) মিজানুর রহমান বলেন, ‘আমরা বরাদ্দের জন্য উর্ধ্বতন কর্তৃপরে কাছে লিখেছি। যদি বরাদ্দ আসে তাহলে আমরা স্থায়ীভাবে কাজ শুরু করতে পারবো। তবে অস্থায়ীভাবে ভাঙন কবলিত স্থানে জিওব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধের ব্যবস্থা করা হচ্ছে। ’


বাংলাদেশ সময় : ১৭৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।