ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নরসিংদীতে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শীত বস্ত্র বিতরণ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০২ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২০
নরসিংদীতে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শীত বস্ত্র বিতরণ 

নরসিংদী: সুবিধা বঞ্চিত ও অসহায় শিশুদের সহায়তা দিতে সামাজিক সংগঠন আলোকিত নরসিংদীর উদ্যোগে নরসিংদী উদয়ন কলেজের অডিটোরিয়ামে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।  

শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শাহরুখ খান অর্ধশতাধিক সুবিধা বঞ্চিত শিশুদের মধ্যে শীতবস্ত্র  বিতরণ করেন।


আলোকিত নরসিংদীর সভাপতি আবদুল্লাহ আল মামুন রাসেলের সভাপতিত্বে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নরসিংদী সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ কালাম মাহমুদ , নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মাখন দাস, নরসিংদী উদয়ন কলেজের অধ্যক্ষ ওমর ফারুক, নরসিংদী উদয়ন কলেজের পরিচালক আবুল হাসানাত প্রমুখ।

শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, এসব সুবিধা বঞ্চিত শিশুরা সমাজে অবহেলার শিকার। তারা অনেক সময় বিপদগামী হয়ে পড়ে। তবে এসব শিশুদের  ভালো সঠিক দেখভাল করলে এদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে।  

আলোকিত নরসিংদীর সভাপতি আবদুল্লাহ আল মামুন রাসেল বলেন, আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে সবসময় সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে কাজ করে থাকি। আমরা তাদের ঈদে নতুন কাপড়, শীতের সময় শীত বস্ত্র বিতরণ করি। তারা শীতে শীতবস্ত্রের অভাবে অনেক কষ্টে রাত কাটায়। শীতে করোনার প্রার্দুভাব বৃদ্ধি পাবে। তাই আমরা তাদের মাঝে শীত বস্ত্র দেওয়ার মাধ্যমে শীতের উষ্ণতা দেওয়ার চেষ্টা করেছি। এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ০০৩ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২০
এসএমএকে/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।