ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গোয়ালন্দে পুলিশের ভুয়া সদস্য আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৯ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২০
গোয়ালন্দে পুলিশের ভুয়া সদস্য আটক আটক ইমরান মোল্লা

রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকা থেকে ইমরান মোল্লা (২২) নামে পুলিশের এক ভুয়া সদস্যকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৮ নভেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এদিন সকালে তাকে আটক করা হয়। ইমরান মাগুরা জেলার মহম্মদপুর থানার বাঙালিয়া গ্রামের লাল্টু মোল্লার ছেলে।

পুলিশ জানায়, শনিবার ভোরের দোলোদিয়ার ৩ নম্বর ফেরিঘাট এলাকায় ইমরান পুলিশের জ্যাকেট গায়ে দিয়ে একটি বাসের মধ্যে অবস্থান করছিলেন। এ সময় স্থানীয়দের সন্দেহ হলে তারা ইমরানকে জিজ্ঞাসাবাদ করেন। কিন্তু সন্তোষজনক কোনো জবাব দিতে না পারায় স্থানীয়রা তাকে আটক করে থানায় খবর দেন। পরে ঘটনাস্থল থেকে ইমরানকে আটক ও পরনের জ্যাকেটটি জব্দ করে গোয়ালন্দ ঘাট পুলিশের একটি টহল দল।

এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল তায়াবীর বাংলানিউজকে জানান, ইমরান অসৎ উদ্দেশ্যে পুলিশের জ্যাকেট গায়ে দিয়ে ঘাট এলাকায় অবস্থান করছিলেন। তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে পেনাল কোডের ১৭১ নম্বর ধরায় একটি মামলা দায়ের করা হয়েছে। দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad