ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ডিসিদের জন্য নতুন গাড়ি কেনা হচ্ছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১০

ঢাকা: ৬৪ জেলার প্রশাসকদের (ডিসি) জন্য নতুন গাড়ি কেনা হচ্ছে। এজন্য সরকারের ব্যয় হবে ২৬ কোটি টাকা।



সংস্থাপন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জেলায় ভিআইপিদের প্রটোকলে ব্যবহারের পাশাপাশি জেলা প্রশাসকদের প্রটোকলের জন্য এসব গাড়ি কেনা হচ্ছে।

প্রতিটি গাড়ির দাম ধরা হয়েছে ৪২ লাখ টাকা। এসব গাড়ি প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড’র মাধ্যমে তৈরি করা হবে।

এছাড়াও ৬ বিভাগীয় কমিশনারদের ছয়টি ও রংপুর বিভাগীয় কমিশনারের অফিসের জন্য ৪ টি গাড়ি কেনা হবে।

অর্থ মন্ত্রণালয়ের টাকা বরাদ্দ করা সাপেক্ষে বিভাগীয় কমিশনারদের জন্য এসব গাড়ি কেনা হবে বলে সূত্র জানায়।
 
বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।