ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

জাতীয়

লিবিয়া থেকে ফিরেছেন ১৫৭ বাংলাদেশি

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫৩, নভেম্বর ২৭, ২০২০
লিবিয়া থেকে ফিরেছেন ১৫৭ বাংলাদেশি

ঢাকা: লিবিয়ায় আটকে পড়া ১৫৭ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। শুক্রবার (২৭ নভেম্বর) একটি বিশেষ ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছান।

লিবিয়ার বাংলাদেশ দূতাবাস জানায়, আটকে পড়া বাংলাদেশিদের পর্যায়ক্রমে দেশে ফেরাতে দূতাবাস ও আইওএম-এর সহায়তায় একটি চার্টার্ড ফ্লাইটে মেতিগা বিমানবন্দর থেকে ১৫৭ জন বাংলাদেশি নাগরিককে দেশে পাঠানো হয়। লিবিয়ার বুরাক এয়ারের চার্টার্ড ফ্লাইটটি মেতিগা বিমানবন্দর থেকে ছেড়ে আসে। শুক্রবার সকালে প্লেনটি ঢাকায় পৌঁছায়। একই ফ্লাইটে লিবিয়ায় মৃত্যুবরণকারী একজন বাংলাদেশি নাগরিকের মরদেহও দেশে এসেছে।

ফ্লাইটটি যথা সময়ে পরিচালনার ক্ষেত্রে সহযোগিতার জন্য মেতিগা বিমানবন্দরসহ সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষ এবং আইওএম-এর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে বাংলাদেশ দূতাবাস।

বাংলাদেশ সময়: ১২৫১ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২০
টিআর/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।