ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ওসমানী বিমানবন্দরে ২০টি স্বর্ণের বারসহ যাত্রী আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৮ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২০
ওসমানী বিমানবন্দরে ২০টি স্বর্ণের বারসহ যাত্রী আটক ফাইল ফটো

সিলেট: সিলেট ওসমানী বিমানবন্দরে ২০টি স্বর্ণের বারসহ এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দারা।  

শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৭টা ২০ মিনিটে দুবাই থেকে বিমানের (বিজি-২৪৮) একটি ফ্লাইটে ওই যাত্রী সিলেটে আসেন।

বিমানবন্দর ইমিগ্রেশনের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল গণি বাংলানিউজকে বলেন, বিমানের ফ্লাইটে আসা ওই যাত্রীর কাছ থেকে ২০টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে।  

এ বিষয়ে বিমানবন্দর কাস্টমস কর্মকর্তা আল আমীন বাংলানিউজকে বলেন, ২০টি স্বর্ণের বার জব্দ করা হলেও একাধিক যাত্রী মালিক হওয়াতে তা ছেড়ে দেওয়া হয়। তবে একজনের কাছ থেকে ২০টি স্বর্ণের বার জব্দ করার বিষয়টি অস্বীকার করেন তিনি।  

বিমান বন্দরের আরেকটি সূত্র জানায়, ওই যাত্রীর কাছ ২০টি স্বর্ণের বার জব্দ করার পর জিজ্ঞাসাবাদে তিনি কাস্টমসের লোকের সংশ্লিষ্টতার কথা জানায়।

বাংলাদেশ সময়: ১০৫৭ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২০
এনইউ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।