ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

প্রেসক্লাবের সামনে বাস চাপায় নিহত ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১০

ঢাকা: জাতীয় প্রেসক্লাবের সামনে মঙ্গলবার বিকেলে দ্রুতগামী বাসের চাপায় বাদশা হাওলাদার (৫০) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মৃত বাদশা হাওলাদারের বাড়ি মাদারীপুর সদর থানার কুলপট্টি গ্রামে।

শ্যালক কামাল হোসেনকে সঙ্গে নিয়ে তিনি হাইকোর্টে তার নিকট আত্মীয় এক বিচারকের সঙ্গে দেখা করতে এসেছিলেন।

কামাল হোসেন বাংলানিউজকে বলেন, ‘বিকেল সাড়ে তিনটার দিকে হাইকোর্ট থেকে প্রেসক্লাবের সামনে এসে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি বাস বাদশা হাওলাদারকে চাপা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শাহবাগ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রবিউল ইসলাম বাংলানিউজকে বলেন, ‘র্দুঘটনার কথা শুনেছি। ’

তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছেনি।    

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।