ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ফেনীতে অনলাইন আড্ডা থেকে তৈরি হচ্ছে উদ্যোক্তা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৭ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২০
ফেনীতে অনলাইন আড্ডা থেকে তৈরি হচ্ছে উদ্যোক্তা 

ফেনী: অনলাইন আড্ডাকে কাজে লাগিয়ে উদ্যোক্তা হয়ে উঠছেন ফেনীর মেয়েরা। ঘরে বসেই অনলাইন প্লাটফর্ম ব্যবহার করে স্বাবলম্বী হয়ে উঠছেন অনেকে।

 

বুধবার (২৫ নভেম্বর) শহরের একটি রেস্টুরেন্টে ‘ফেনীর মেয়েদের আড্ডা’ ফেসবুক গ্রুপটির উদ্যোগে আয়োজন করা হয়েছে কেক ও ফুড ফেস্টিভ্যালের।   

২৩টি ভিন্ন স্টলে সাজানো হয়েছে নানা ধরনের মুখরোচক ও লোভনীয় খাবার। সাজসজ্জা ও পরিবেশনায় অংশগ্রহণকারীদের মধ্যে চলছে মৌন প্রতিযোগিতা। খাবারগুলো কোনো রেস্টুরেন্টের নয় ঘরে বসেই নিজ হাতে তৈরি করেছেন ফেনীর মেয়েরা। নিজের অবসর সময়কে কাজে লাগানোর পাশাপাশি সৃজনশীলতার প্রকাশের চেষ্টা।

এতে নিজের উৎপাদিত বিভিন্ন খাদ্যসামগ্রী নিয়ে অংশ নেয় গ্রুপের ২৫ জন সদস্য। গ্রুপের এডমিন আফরোজ আহম্মেদের পরিচালনায় ফেস্টিভ্যালে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন, ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ওমর হায়দার।  

ওসি আলমগীর হোসেন এ ব্যতিক্রমী আয়োজনের প্রশংসা করে বলেন, আমাদের ফেনীর বোনেরা, মেয়েরা ঘরে বসে বিভিন্ন পোশাক, সাজসজ্জার অলংকার ও মুখরোচক বিভিন্ন রকমের খাবার তৈরি করে অনলাইনে বিক্রি করে আর্থিকভাবে স্বনির্ভর হচ্ছেন। তাদের এমন প্রচেষ্টা সত্যিই প্রশংসনীয় ও অনুসরণীয়।
 
এসময় অনলাইনে সততার সঙ্গে ব্যবসা পরিচালনা করতে উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান তিনি। এছাড়া অনলাইনে কোনো ধরনের বিব্রতকর পরিস্থিতিতে পড়লে পুলিশকে অবহিত করতে বলেন। অনলাইনে নারীদের সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানিয়ে নিরাপত্তা ও সহযোগিতার আশ্বাস দেন তিনি।  

আফরোজা আহম্মেদ জানান, ফেনীর মেয়েরা ফেসবুক ব্যবহার করে পোশাক, সাজসজ্জা সামগ্রী, হাতের তৈরি বিভিন্ন রকমের পিঠা কেক নিত্য প্রয়োজনীয় অনেক কিছু অনলাইনের মাধ্যমে কেনাবেচা করছেন। ফেনীর মেয়েদের আড্ডা গ্রুপের মাধ্যমে তারা নিজেদের প্রকাশ করতে পারছেন। পরস্পরের সঙ্গে সম্পর্ক তৈরি হচ্ছে। আমাদের গ্রুপের সদস্যরা নিজেদের তৈরি পিঠা ও মুখরোচক খাবার নিয়ে আজকের ফেস্টিভ্যালে অংশ নিয়েছেন।  

মেলায় ঘুরে দেখা যায় স্টলগুলোতে বিভিন্ন রকমের পিঠা, পায়েস, কেক সাজানো। যারা স্টল দিয়েছেন তাদের প্রত্যেকে ব্যক্তিগত পেজের মাধ্যমে পণ্য বা খাবার বিক্রি করে থাকেন।  

মেলায় এক অংশে দেখা যায় তিন বোন স্টল। হরেক রকম রাখির রসুই ঘর, আফরিন্স নামে তিন বোনের তিনটি ফেসবুক পেজ রয়েছে। তারা জানান, করোনা শুরু হওয়ার পর অবসর সময়কে কাজে লাগিয়ে আমরা তিন বোন কেক তৈরি করে অনলাইনে বিক্রি শুরু করি। অনলাইন অর্ডারের মাধ্যমে আমরা কেক সরবরাহ করে থাকি।  

শখের হাট বাজার নামক একটি স্টলের মালিক কামরুন নাহার বলেন, আমরা আমাদের শখের হাট বাজার পেজের মাধ্যমে গ্রামীন ঐতিহ্যের খাদ্যসামগ্রী বিক্রি করে থাকি। শহরে বসেই যে কেউ পছন্দের পিঠা, আচার বা কোনো খাবার অর্ডার করলে আমরা সরবরাহ করে থাকি। দিনব্যাপী মেলা শেষে সন্ধ্যায় গানের আড্ডা হয়।

বাংলাদেশ সময়: ০৬২৮  ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২০
এসএইচডি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।