ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ভারত থেকে ফিরলে লাগবে করোনা নেগেটিভ সার্টিফিকেট

উপজেলা করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৭ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২০
ভারত থেকে ফিরলে লাগবে করোনা নেগেটিভ সার্টিফিকেট

বেনাপোল (যশোর): ভারত থেকে বাংলাদেশে আসতে দেশি-বিদেশি সব ধরনের পাসপোর্টধারী যাত্রীদের ৭২ ঘণ্টার মধ্যে বাধ্যতামূলক করোনা টেস্টের নেগেটিভ সার্টিফিকেট নিয়ে বাংলাদেশে প্রবেশের নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব বিষয়টি জানান।

ওসি আহসান হাবিব জানান, করোনার মধ্যে যারা ভারতে যাচ্ছে তাদের ৭২ ঘণ্টার মধ্যে বাধ্যতামূলক করোনা টেস্টের সার্টিফিকেট নিয়ে ভারতে যেতে হচ্ছে এবং এতোদিন ভারত থেকে ফেরার সময় বাংলাদেশিদের করোনা টেস্টের নেগেটিভ সার্টিফিকেট লাগতো না। তবে মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয় ভারতে যাওয়া ও ভারত থেকে ফেরার সময় ৭২ ঘণ্টার মধ্যে বাধ্যতামূলকভাবে করোনা টেস্টের সার্টিফিকেট লাগবে। এই প্রজ্ঞাপনটি আগামী সাতদিনের মধ্যে যেকোনো দিন কর্যকর হবে।

বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad