ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মংলায় পশুর নদীতে ট্রলার ডুবে নিখোঁজ ২ পর্যটকের লাশ উদ্ধার

এম আকবর টুটুল, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১০

বাগেরহাট: বাগেরহাটের মংলায় পশুর নদীর মোহনায় ট্রলার ডুবে নিখোঁজ তিন পর্যটকের দুজনের লাশ উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। আরো একজনের লাশ উদ্ধারের চেষ্টা চলছে।


যাদের লাশ উদ্ধার করা হয়েছে তারা হলেন মেহেরপুর সদর উপজেলার খোকসা গ্রামের রফিকুল ইসলামের ছেলে মাকসুদুল ইসলাম (১৭) ও গোপালপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে শামীম (১৮)। তবে দিঘিরপাড় গ্রামের মোক্তার হোসেনের ছেলে নবম শ্রেণীর ছাত্র মোহনের (১৭) লাশ বিকেল ৪টা পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি।

মংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী জালালউদ্দিন বাংলানিউজকে দুই পর্যটকের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

উদ্ধার করা লাশ দুটি নিহতদের  পরিবারের কাছে তুলে দেওয়া হবে হবে বলে জানান তিনি।

অতিরিক্ত পর্যটক বহনের কারণে সোমবার সকালে পশুর নদীতে ডুবে যায় ট্রলার ‘এমভি টাইগার’। ঈদ উপলক্ষে মেহেরপুর থেকে আসা বিভিন্ন বয়সের ৫৫ জন পর্যটক সুন্দরবনের করমজল পর্যটন কেন্দ্রে যাওয়ার সময় ট্রলারডুবির শিকার হন।


 অন্যরা সাঁতরে তীরে উঠতে পারলেও তিনজন নিখোঁজন হন।

বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad