ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নিমিষেই পুড়ে গেলো চলন্ত মাইক্রোবাস!

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৩ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২০
নিমিষেই পুড়ে গেলো চলন্ত মাইক্রোবাস! পুড়ে যাওয়া গাড়ি। ছবি: বাংলানিউজ

সাভার (ঢাকা): সাভারের আশুলিয়া থানার সামনে মহাসড়কে আগুন ধরে নিমিষেই পুড়ে গেছে একটি চলন্ত মাইক্রোবাস।

রোববার (১৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে নবীনগর-চন্দ্রা মহাড়কের ফুট ওভার ব্রিজের নিচে আশুলিয়া থানার সামনে এ ঘটনা ঘটে।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিভায়। এর মধ্যেই মাইক্রোবাসটি সম্পূর্ণ পুড়ে যায়।

এ বিষয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বাংলানিউজকে বলেন, খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে গিয়ে আধাঘণ্টার ভেতর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। মূলত মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়। মাইক্রোবাসটির কাছে থাকা  হানিফ পরিবহনের একটি বাসের কিছু অংশ পুড়ে গেছে।

বাংলাদেশ সময়: ১৩৫৭ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad