ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

জাতীয়

নিউমার্কেটে মনসুর ভবনে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫২, নভেম্বর ৮, ২০২০
নিউমার্কেটে মনসুর ভবনে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর নিউমার্কেট এলাকায় মনসুর ভবনের নিচতলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট কাজ করছে।

রোববার (৮ নভেম্বর) দিনগত রাত ৯টা ১৭ মিনিটে এ আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের কন্ট্রোলরুমের ডিউটি অফিসার মো. রাসেল শিকদার বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, নিউমার্কেট এলাকার নিউ এলিফ্যান্ট রোডের মনসুর ভবনের নিচতলায় আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে কীভাবে আগুন লেগেছে তা তাৎক্ষণিক জানা যায়নি।  

বাংলাদেশ সময়: ২১৪৮ঘণ্টা, নভেম্বর ০৮, ২০২০
এসজেএ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।