ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

ট্রেনে কাটা পড়ে প্রাণ গেলো মা-ছেলের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩১ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২০
ট্রেনে কাটা পড়ে প্রাণ গেলো মা-ছেলের

ময়মনসিংহ: ময়মনসিংহে ট্রেনে কাটা পড়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। নিহত দুইজন হলো- মা ইয়াসমীন আক্তার (২৮) ও তার শিশু সন্তান মো. সানী (৩)।

 

নিহতরা সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের কলাপাড়া গ্রামের বাসিন্দা সিরাজুল ইসলামের স্ত্রী ও সন্তান।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এলাকার এক নম্বর রেলগেটে এ দুর্ঘটনা ঘটে।  ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী মহুয়া এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন মা ও ছেলে। তবে, এটি আত্মহত্যার ঘটনা কিনা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।