ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বাগেরহাটে ২ দিনব্যাপী আত্মরক্ষার কৌশল বিষয়ক প্রশিক্ষণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৯ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২০
বাগেরহাটে ২ দিনব্যাপী আত্মরক্ষার কৌশল বিষয়ক প্রশিক্ষণ

বাগেরহাট: বাগেরহাটে মাধ্যমিক পর্যায়ে অধ্যায়নরত মেয়ে শিক্ষার্থীদের নিয়ে দুই দিনব্যাপী আত্মরক্ষার কৌশল বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।  

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে বাগেরহাট সরকারি বালিকা বিদ্যালয় চত্বরে এই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মাদ রিজাউল করিম।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাফিজ আল আসাদ, বাগেরহাট মহিলা পরিষদের সাধারণ সম্পাদক অ্যাভোকেট ড. পারভিন আহমেদ, বাগেরহাট সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক চিত্তরঞ্জন পাল প্রমুখ।

বাগেরহাট জেলা প্রশাসন ও বাগেরহাট মেধাবী শিক্ষার্থীদের প্লাট ফর্মের যৌথ আয়োজনে দুই দিনব্যাপী প্রশিক্ষণে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৬০ জন শিক্ষার্থী অংশ নেয়।  

প্রশিক্ষণ দেন বাংলাদেশ আন্তর্জাতিক তায়কান্দ ফেডারেশনের সভাপতি আয়েশা সিদ্দিকা।

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।