ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

জাতীয়

পিস্তল-গুলিসহ অস্ত্র ব্যবসায়ী আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৮, অক্টোবর ৩০, ২০২০
পিস্তল-গুলিসহ অস্ত্র ব্যবসায়ী আটক

খুলনা: র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) খুলনার একটি দল যশোরের বেনাপোলের পুটখালী এলাকা থেকে নয়টি বিদেশি পিস্তল, বিপুল পরিমাণ গুলিসহ হাবিবুর রহমান বিশ্বাস (৩৯) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে।  

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে এক সংবাদ সম্মেলনে র‌্যাব-৬-এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল রওশনুল ফিরোজ এ তথ্য জানান।

 

তিনি জানান, হাবিবুর পুটখালীর মৃত্যু কোরবান আলী বিশ্বাসের ছেলে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিনগত রাত সাড়ে ১১টার দিকে পুটখালী থেকে হাবিবুরকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ভোরে হাবিবুরের পুটখালির নিজ বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তার বাড়ির রান্নাঘরে থাকা ড্রামের ভেতর থেকে দু’টি প্যাকেটে রাখা নয়টি বিদেশি পিস্তল, ১৯টি ম্যাগজিন, ৪৯ রাউন্ড গুলি ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, এ অস্ত্রগুলো দেশের সন্ত্রাসীদের কাছে পাঠানোর উদ্দেশে মজুদ করার কথা স্বীকার করেছেন হাবিবুর।  

বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২০
এমআরএম/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।