ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

পল্টনে রিক্রুটিং এজেন্সিতে র‌্যাবের অভিযান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৯ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২০
পল্টনে রিক্রুটিং এজেন্সিতে র‌্যাবের অভিযান

ঢাকা: মানবপাচারের শিকার হয়েছেন এমন ভুক্তভোগীকে সঙ্গে নিয়ে রাজধানীর নয়াপল্টনে আফিফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিতে অভিযান চালাচ্ছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত সাড়ে সাতটার দিকে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসুর নেতৃত্বে এ অভিযান শুরু হয়।

পলাশ কুমার বসু বলেন, মানবপাচারের দায়ে নয়াপল্টন ৪৪ নম্বর ভবনের দোতলায় আফিফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিতে অভিযান চলছে। অফিসে প্রবেশ করেই প্রতিষ্ঠানের একজনকে পাওয়া গেছে, যিনি সরাসরি মানবপাচারের সঙ্গে জড়িত। অন্য আরেকজন পালিয়ে গেছেন। এছাড়া এই রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে আরো অনেক অভিযোগ রয়েছে। অভিযান চলছে, অভিযান শেষে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

গত ১৭ সেপ্টেম্বর র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসুর নেতৃত্বে রাজধানীর ফকিরাপুলে এম এইচ ট্রেড ইন্টারন্যাশনাল নামে একটি রিক্রুটিং এজেন্সিকে সিলগালা করে দেওয়া হয়। চাকরির জন্য সৌদিআরবে গিয়ে নির্মম নির্যাতনে নিহত কিশোরী উম্মে কুলসুমকে (১৪) বিদেশ পাঠিয়েছিলো ওই রিক্রুটিং এজেন্সি।

বাংলাদেশ সময়: ২২৩৫ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২০
পিএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।