ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গোদাগাড়ীতে ট্রাকের ধাক্কায় মা-ছেলে নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৭ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২০
গোদাগাড়ীতে ট্রাকের ধাক্কায় মা-ছেলে নিহত

রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা-ছেলে নিহত হয়েছেন।

নিহতরা হলেন- গোদাগাড়ী পৌরসভার সুলতানগঞ্জ গাঙ্গোবাড়ী মহল্লার শাহ আলমের স্ত্রী মাসুদা বেগম (৫৫) ও তার ছেলে মাসুদ হোসেন (২৪)।

নিহত মাসুদ ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় গোদাগাড়ী-নাচোল সড়কের জৈটাবটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

ওসি খাইরুল ইসলাম বলেন, আত্মীয়ের বাড়ি থেকে মাকে নিয়ে বাড়ি ফিরছিলেন মাসুদ। পথে একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মাসুদের মৃত্যু হয়। আর হাসপাতালে নেওয়ার পথে তার মা মাসুদা বেগমের মৃত্যু হয়।

ট্রাকটি জব্দ করা হয়েছে। থানায় মামলা দায়েরের প্রক্রিয়া রয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২০
এসএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad