ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বিডি ফিন্যান্স গ্রাহকদের ডাক্তারি পরামর্শ দিচ্ছে ডিএইচ 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৫ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২০
বিডি ফিন্যান্স গ্রাহকদের ডাক্তারি পরামর্শ দিচ্ছে ডিএইচ  ...

ঢাকা: সম্প্রতি ডিজিটাল হেলথকেয়ার সলিউশনস (ডিএইচ) ও পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিকখাতের প্রতিষ্ঠান বিডি ফিন্যান্সের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। যার আওতায় বিডি ফিন্যান্স তাদের গ্রাহকদের গ্রিন ব্যাংকিং উদ্যোগের অংশ হিসেবে সৌজন্যমূলক ডিজিটাল স্বাস্থ্যসেবা প্যাকেজ সরবরাহ করবে।

 

প্যাকেজটির আওতায় বিডি ফিন্যান্সের গ্রাহকরা পাবেন- কল, চ্যাট এবং ভিডিও কলের মাধ্যমে আনলিমিটেড চিকিৎসকের পরামর্শ ও ৪০ হাজার টাকা পর্যন্ত চিকিৎসা ক্যাশব্যাক সুবিধা।  

পাশাপাশি থাকছে লাইফ ইন্স্যুরেন্স হিসাবে ১০ হাজার টাকা এবং ১২শ’ বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট বুকিং সুবিধা। একই সঙ্গে থাকছে স্বাস্থ্যসেবায় সহযোগী আউটলেটগুলোতে ৩৫ শতাংশ পর্যন্ত ছাড়ের সুবিধা।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ডিএইচের পক্ষ থেকে উপস্থিত ছিলেন- অ্যান্ড্রু স্মিথ (সিসিও), মোহাম্মদ মবাইদুর রহমান, (হেড অব বিটুবি, লয়েলিটি অ্যান্ড পার্টনারশিপ), পারভেজ আহমেদ (করপোরেট বিজনেস লিড), ডা. খালেদ হাসান (ক্লিনিকাল অপারেশনস হেড)।

বিডি ফিন্যান্সের পক্ষ থেকে উপস্থিত ছিলেন- মো. কায়সার হামিদ (ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা), মো. সাজ্জাদুর রহমান ভূঁইয়াসহ (সিএফও) আরও অনেকে।

ডিএইচের সিসিও অ্যান্ড্রু স্মিথ বলেন, বিডি ফিন্যান্স তাদের প্রগতিশীল কার্যক্রমের মাধ্যমে দেশজুড়ে ছোট ব্যবসায়ীদের জন্য অনেক নতুন আর্থিক সমাধান নিয়ে এসেছে। এবং আমরা আমাদের এই দুর্দান্ত স্বাস্থ্যসেবা নিয়ে খুব উৎসাহের সঙ্গে বিডি ফিন্যান্স ও সব ছোট ব্যবসায়ীদের সমর্থন করছি। আমরা সবার জন্য চাই গুণমান স্বাস্থ্যসেবা ও সম্পদ।

ডিএইচ সম্পর্কে আরও জানতে ভিজিট করুন- dh.health বা কল করুন- ০৮০০০১১১০০০ নম্বরে।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।