ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নাটোরে মিতা হত্যা মামলার মূল আসামি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৮ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২০
নাটোরে মিতা হত্যা মামলার মূল আসামি আটক

নাটোর: নাটোরে চাঞ্চল্যকর মিতা খাতুন হত্যা মামলার প্রধান আসামি পলাতক আ. আজিজ মোল্লাকে (৬০) আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব-৫)।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

 

এর আগে, বুধবার (২৮ অক্টোবর) রাতে সদর উপজেলার চকরামপুর গ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানি কমান্ডার, এএসপি মাসুদ রানার নেতৃত্বে একটি অপারেশন দল বুধবার রাতে সদর উপজেলার চকরামপুর গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় মিতা হত্যা মামলার পলাতক প্রধান আসামি আজিজকে আটক করা হয়। পরে তাকে বৃহস্পতিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আটক আসামি আজিজ নাটোর জেনারেল হাসপাতালের মালিক। তার বিরুদ্ধে হাসপাতালের রিসিপসনিস্ট (ক্যাশ ম্যানেজার) মিতাকে হত্যার সুষ্পষ্ট অভিযোগ থাকায় জেলা দায়রা জজ আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। তার নামে একাধিক ওয়ারেন্ট রয়েছে। তিনি দীর্ঘদিন পলাতক অবস্থায় ছিলেন।  

র‌্যাব-৫, সিপিসি-২ নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার ও এএসপি মাসুদ রানা বাংলানিউজকে এতথ্য নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২০
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ