ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সোনাগাজীতে মদ্যপানে যুবকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৬ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২০
সোনাগাজীতে মদ্যপানে যুবকের মৃত্যু

ফেনী: ফেনীর সোনাগাজীতে মদ্যপানে আরিফ ইসলাম (২৭) নামে যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।

আরিফ সোনাগাজী সদর ইউনিয়নের চর সাহাপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

নিহত আরিফের বাবা সিরাজুল ইসলাম বাংলানিউজকে জানান, আরিফ দিনমজুর। গত মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে আরিফ উপজেলার সোনাপুর মুহুরি প্রজেক্ট এলাকার একটি মাছের খামারে কাজে যোগদান করে। এসময় পরিত্যক্ত স্থানে একটি নেশা জাতীয় বোতল পড়ে থাকতে দেখে সেটি সে পান করে। একপর্যায় আরিফ বিকেলে বাড়ি ফেরলে তার শারীরিক অবনতি হতে থাকে। পরে স্বজনরা প্রথমে তাকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। কিন্তু তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক ফেনী জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকেলে তার মৃত্যু হয়।

সোনাগাজী ও দাগনভূঞা থানার সহকারী পুলিশ সুপার (এএসপি-সার্কেল) সাইফুল ইসলাম জানান, অতিরিক্ত মদ্যপানে তার মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২০ 
এসএইচডি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।