ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রামেকে অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক থাকার আহ্বান বাদশার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৯ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২০
রামেকে অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক থাকার আহ্বান বাদশার পর্ষদ সভা

রাজশাহী: রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে চিকিৎসক-নার্সসহ সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সংসদ সদস্য ও হাসপাতাল পরিচালনা পর্ষদের সভাপতি ফজলে হোসেন বাদশা।  

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে হাসপাতালের সভাকক্ষে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় তিনি এ আহ্বান জানান।

 

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিলুর রহমানের বিদায় উপলক্ষে পরিচালনা পর্ষদের এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ফজলে হোসেন বাদশা বলেন, হাসপাতালে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে চিকিৎসক-নার্সসহ সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে।

ব্রিগেডিয়ার জেনারেল জামিলুর রহমান সম্পর্কে এমপি বাদশা বলেন, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিলুর রহমান দেশের একটি ক্রান্তিকালে দায়িত্ব পালন করেছেন। করোনা পরিস্থিতি মোকাবিলায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। করোনাকালে এই হাসপাতালে দেশের অন্যান্য হাসপাতালের তুলনায় ভালো মানের চিকিৎসা হয়েছে। এ কারণে রাজশাহী বিভাগে করোনায় মৃত্যুর সংখ্যা কম।

সভায় হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিলুর রহমান, উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস, রাজশাহী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. নওশাদ আলীসহ পরিচালনা পর্ষদের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২০
এসএস/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।