ঢাকা, মঙ্গলবার, ৫ চৈত্র ১৪৩০, ১৯ মার্চ ২০২৪, ০৮ রমজান ১৪৪৫

জাতীয়

হেডফোনে গান শুনতে গিয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৩ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২০
হেডফোনে গান শুনতে গিয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু ট্রেনে কাটা পড়ে মৃত্যু। প্রতীকী ছবি

গাইবান্ধা: গাইবান্ধায় হেডফোনে গান শুনতে গিয়ে ট্রেনে কাটা পড়ে রাইয়ান ফেরদৌস রামিম (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।  

বুধবার (২৮ অক্টোবর) দিনগত রাত ৯টার দিকে রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে তার মৃত্যু হয়।

এর আগে বুধবার (২৮ অক্টোবর) বিকেলে গাইবান্ধা স্টেডিয়ামের পেছনে রেল লাইনের উপর এ দুর্ঘটনা ঘটে। রামিম জেলা শহরের কলেজপাড়ার বাসিন্দা।  

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে স্টেডিয়াম এলাকায় কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে রেললাইনে হাঁটছিলেন রামিম। এসময় পেছন দিক থেকে আসা ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয় ওই যুবক। পরে তার এক বন্ধু তাকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে রামিমের মৃত্যু হয়।  

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ০৩১০ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।