ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

অসচ্ছল মুক্তিযোদ্ধা রোগীকে ভারতে চিকিৎসার লক্ষ্যে আবেদন আহ্বান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫১ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২০
অসচ্ছল মুক্তিযোদ্ধা রোগীকে ভারতে চিকিৎসার লক্ষ্যে আবেদন আহ্বান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও ভারতীয় হাইকমিশনের লোগো

ঢাকা: '১০০ জন অসচ্ছল মুক্তিযোদ্ধা রোগীকে ভারতে চিকিৎসাসেবা প্রদান' স্কিমের আওতায় চিকিৎসাসেবা দেওয়ার লক্ষ্যে মুক্তিযোদ্ধাদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়৷

ভারত সরকারের আর্থিক সহায়তায় ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় যৌথভাবে এ কার্যক্রম বাস্তবায়ন করবে।

আবেদন ১৫ নভেম্বর পর্যন্ত সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জনের কার্যালয়ে জমা নেওয়া হবে। এ বিষয়ে বিস্তারিত তথ্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে  (www.molwa.gov.bd) পাওয়া যাবে।

বাংলাদেশ সময়: ০০৫০ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২০
ডিএন/এইচএমএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।