ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নারায়ণগঞ্জে কারেন্ট জাল-ট্রলার জব্দ, আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৫ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২০
নারায়ণগঞ্জে কারেন্ট জাল-ট্রলার জব্দ, আটক ৩

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ বন্দরের কলাগাছিয়া নৌ-ফাঁড়ির পুলিশ শীতলক্ষ্যা ও ধলেশ্বরী নদীতে অভিযান চালিয়ে ৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও একটি কাঠের ইঞ্জিন চালিত মাছ ধরার ট্রলার জব্দ করেছে। এ সময় ৩ জেলেকে আটক করা হয়।

বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শীতলক্ষ্যা ও ধলেশ্বরী নদীর মোহনায় অভিযান চালিয়ে তিন জেলেকে আটক করে তাদের বিরুদ্ধে বন্দর থানায় মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

আটক জেলেরা হলেন- মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার ইসপানির চর এলাকার আজিজ মিয়ার ছেলে পারভেজ হোসেন (২৯), একই এলাকার শহিদুল ইসলামের ছেলে নাসির মোল্লা (২৫) ও মৃত আনোয়ার হোসেন মিয়ার ছেলে আলমগীর হোসেন (২০)। পরে নৌ-পুলিশ আটক তিন জেলেকে বুধবার বিকেলে নারায়ণগঞ্জ আদালতে পাঠিয়েছে।

বন্দর থানার এসআই রেজাউল করিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ৫ হাজার মিটার কারেন্ট জাল ও ১টি কাঠের ইঞ্জিন চালিত ট্রলারসহ ওই তিন জেলেকে আটক করা হয়।

বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২০
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।