ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

গোপালগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেলের আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৯ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২০
গোপালগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেলের আরোহী নিহত

গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় বাসের ধাক্কায় ওলিউর রহমান বিপ্লব (৪০) নামে এক মোটরসাইকেলআরোহী নিহত হয়েছেন।  

বুধবার (২৮ অক্টোবর) দুপুরে কাশিয়ানী উপজেলার ধূসর ব্রিজের কাছে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিপ্লব একই উপজেলার রামদিয়া গ্রামের খলিল মোল্লার ছেলে। উপজেলার রামদিয়া বাজারে হার্ডওয়ারের ব্যবসা করতেন তিনি।
 
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান জানিয়েছেন, দুপুরে ব্যবসায়িক কাজ সেরে কাশিয়ানী শহর থেকে মোটরসাইকেল চালিয়ে রামদিয়া বাজারে ফিরছিলেন বিপ্লব। পথে গোপালগঞ্জ থেকে ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাস সামনে থেকে তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।  

ওসি আরও জানান, ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ বাসসহ চালক সিরাজুল শেখকে আটক করেছে।  

ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শেখ মো. কাউছার জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করে।  

এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।  

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২০
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।