ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সাভারে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২০
সাভারে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

ঢাকা: সাভারের শিশু ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামি মো. নিজামুদ্দিন সরদার ওরফে মিজানকে (৩০) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪)।

বুধবার (২৮ অক্টোবর) ঢাকার ধামরাই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) উনু মং জানান, গত ২১ অক্টোবর সাভারে ১২ বছরের এক শিশুকে ধর্ষিত হয়। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে নিজামুদ্দিন সরদার ওরফে মিজানকে প্রধান আসামি করে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেন। এরপর থেকে মিজান পলাতক ছিলেন। ধারাবাহিক গোয়েন্দা নজরদারির পরিপ্রেক্ষিতে বুধবার তাকে গ্রেফতার করা হয়।

ঘটনা সূত্রে জানা যায়, মামলার আরেক আসামি শরীফের সহযোগিতায় মিজান কৌশলে ভুক্তভোগী শিশুকে তার বাড়িতে নিয়ে যান। পরে এ ধর্ষণের ঘটনা ঘটে।

গ্রেফতার মিজানকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে এএসপি উনু মং জানান, মিজান পেশায় একজন গাড়িচালক। তিনি প্রাথমিকভাবে ধর্ষণের কথা স্বীকার করেছেন।

গ্রেফতার মিজানকে সাভার মডেল থানায় হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪৫১ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২০
পিএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।