ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

সিদ্ধিরগঞ্জে ১১৫০ লিটার চোরাই তেলসহ গ্রেফতার ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৯ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২০
সিদ্ধিরগঞ্জে ১১৫০ লিটার চোরাই তেলসহ গ্রেফতার ১ প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন গোদনাইল এসও রোড মেঘনা ওয়েল ডিপো এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৭টি ড্রাম ভর্তি ১ হাজার ১৫০ লিটার চোরাই তেল উদ্ধার ও একজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১১।

সোমবার (২৬ অক্টোবর) দুপুর দেড়টায় ওই অভিযান চালায় র‌্যাব।

বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী।  

গ্রেপ্তার ওই চোরাই সিন্ডিকিটের সদস্য হলেন- মাহবুবুর রহমান ওরফে মামুন (৪৫)। অভিযানের সময়ে চোরাই সিন্ডিকিটের অপর সদস্য মো. আরিফ (৩৫) কৌশলে পালিয়ে যায়।

এর আগে ২৫ অক্টোবর একই এলাকায় অভিযান চালিয়ে ৩৭টি ড্রাম ভর্তি ৭ হাজার ৬৬০ লিটার চোরাই তেল উদ্ধারসহ মো. শাহাজাহান (৩৫) নামক চোরাই চক্রের সক্রিয় এক সদস্যকে গ্রেফতার করা হয়েছিল।

বাংলাদেশ সময়: ০২৪৯ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২০
এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।