ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ধূমপানরত অবস্থায় ট্রাক্টর চালানোর দায়ে ২ চালককে জরিমানা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২২ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২০
ধূমপানরত অবস্থায় ট্রাক্টর চালানোর দায়ে ২ চালককে জরিমানা  জরিমানা করছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। ছবি: বাংলানিউজ

পঞ্চগড়: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় মহাসড়কে ধূমপান করা ও লাইসেন্সবিহীন ট্রাক্টর চালানোর অপরাধে দুই চালককে দুই হাজার পাঁচশ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৬ অক্টোবর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত মহাসড়কে অভিযান পরিচালনা করে তাদের এ জরিমানা করেন উপজেলা সহকারী ভূমি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদুল হক।

 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, স্বাস্থ্যবিধি অমান্য করে এবং লাইসেন্সবিহীন ট্রাক্টর ও ট্রলি চালানোর দায়ে হাসিবুল ও শাহিনুর ইসলাম নামে দুই চালককে আটক করা হয়। পরে তাদের ২ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়।  

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad