ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সোনাইমুড়ীতে বিয়ের পরদিন যুবকের আত্মহত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪২ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২০
সোনাইমুড়ীতে বিয়ের পরদিন যুবকের আত্মহত্যা নিহত সুলতান মাহমুদ বাদশা

নোয়াখালী: নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় বিয়ের একদিন পর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন সুলতান মাহমুদ বাদশা (২৫) নামে এক যুবক।

রোববার (২৫ আগস্ট) সকালে উপজেলার বারগাঁও ইউনিয়নের ভাভিয়াপাড়া ওমর আলী হাজী বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, শনিবার ওমর আলী হাজী বাড়ির নিজাম উদ্দিনের ছেলে সুলতান মাহমুদ বাদশার সঙ্গে পার্শ্ববর্তী ছাতারপাইয়া ইউনিয়নের সুরত ভূঁইয়া বাড়ির মোহাম্মদ হানিফের মেয়ে পুষ্প আক্তারের বিয়ে হয়।

বিয়ের পরদিন রোববার সকালে বাদশার বোন লিজা আক্তার ভাই ও ভাবীর জন্য নাস্তা নিয়ে যান। ভাইকে ঘরে না পেয়ে তিনি এদিক-ওদিক খোঁজেন। পরে পাশের ঘরের দরজা বন্ধ থাকায় একাধিকবার ডাকাডাকিতে দরজা না খুললে বাড়ির সবার মাঝে সন্দেহের সৃষ্টি হয়।

পরে দরজা ভেঙে ওই ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো বাদশার ঝুলন্ত মরদেহ থাকতে পান স্বজনরা। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহত বাদশার বাবা নিজাম উদ্দিন জানান, তার একমাত্র ছেলে কী কারণে আত্মহত্যা করেছে তার কোনো কারণ তিনি জানেন না।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন এ খবর নিশ্চিত করে জানান, বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২০
এমইউএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।