ঢাকা, মঙ্গলবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

জাতীয়

হাজারীবাগে দরজা ভেঙে প্রবাসীর মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৩৪, অক্টোবর ২৬, ২০২০
হাজারীবাগে দরজা ভেঙে প্রবাসীর মরদেহ উদ্ধার প্রতীকী

ঢাকা: রাজধানীর হাজারীবাগের নিঝুম আবাসিক এলাকার একটি বাসা থেকে তৈয়বুর রহমান (৫৫) নামে এক প্রবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে।  

রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যায় দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে পুলিশ।

হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আজাদ হাওলাদার জানান, খবর পেয়ে নিঝুম আবাসিক এলাকার একটি ৪ তলা বাসার দ্বিতীয় তলায় দরজা ভেঙে মৃতদেহটি উদ্ধার করা হয়। পচন ধরা অবস্থায় মরদেহটি খাটের উপরে পড়ে ছিল।

এসআই আরো বলেন, বাসাটি অবিবাহিত ওই প্রবাসীর নিজের। তিনি দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে ছিলেন। তার বোন নাসরিন খালেক ধানমন্ডিতে থাকেন। আজ বাসায় এসে ভাইকে ডেকে কোনো সাড়াশব্দ পাননি। পরে বাসার দারোয়ান ভেন্টিলেটর দিয়ে দেখেন খাটের উপর মৃত অবস্থায় পড়ে আছেন তার ভাই।

পুলিশ কর্মকর্তা আরও বলেন, ধারনা করা হচ্ছে দুই-তিন দিন আগে তিনি স্ট্রোক করে মারা গেছেন। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

বাংলাদেশ সময়: ০০৩২ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২০
এজেডএস/এমইউএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।